ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কিশোরগঞ্জের ছেলে ভারতের সাবেক ফুটবল অধিনায়ক চুনি মারা গেছেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
কিশোরগঞ্জের ছেলে ভারতের সাবেক ফুটবল অধিনায়ক চুনি মারা গেছেন ট্রফি নিচ্ছেন চুনি গোস্বামী

ভারত জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক চুনি গোস্বামী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। 

দীর্ঘদিন অসুখে ভুগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এ কিংবদন্তি স্ট্রাইকার। চুনির নেতৃত্বে ১৯৬২ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত।

 

চুনির পরিবারের এক সদস্য পিটিআই’কে (প্রেস ট্রাস্ট ইন্ডিয়া) জানায়, ‘তিনি (চুনি) কার্ডিয়াক অ্যারেস্ট করেছিলেন এবং বিকেল ৫টার দিকে হাসপাতালে মৃত্যুবরণ করেন। ’

ভারতের সর্বকালের সেরা ফুটবল অধিনায়কদের একজন চুনি। তার নেতৃত্বে  এশিয়ান গেমসে স্বর্ণ জয় ছাড়াও ১৯৬৪ সালে এশিয়ান কাপে রানার্স-আপ হয়েছিল ভারত।  

নাম-ডাক সব ফুটবলে হলেও চুনি কেবল ফুটবলই খেলেননি। বেঙ্গলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট রঞ্জি ট্রফিতেও খেলেছিলেন তিনি। ক্রিকেটার হিসেবে চুনি ১৯৬২ থেকে ১৯৭৩ সালের মধ্যে বেঙ্গলের হয়ে ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।  

এছাড়া পেশাদারি ফুটবলে মোহনবাগানের হয়ে খেলা এ ফরোয়ার্ড ভারত জাতীয় ফুটবল দলের জার্সিতে ১৯৫৬ থেকে ১৯৬৪ সালের মধ্যে ৫০টি ম্যাচ খেলেছেন।

চুনির মূল নাম সুবিমল গোস্বামী। তবে পরিচিত মহলে তিনি চুনি গোস্বামী নামে পরিচিত ছিলেন। ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি অবিভক্ত বাংলার কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।