১৯৯৯ সালে ডাচ ডিফেন্ডার বার্ট কোন্টারম্যানকে প্রস্তাব দিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু স্প্যানিশ শেখার ভয়ে সেই সুবর্ণ সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
তালকিন ফিটবউ নামের এক গণমাধ্যমে ক্যারিয়ারের সেই স্মৃতিময় দিনের কথাই জানিয়েছেন সাবেক ডাচ ডিফেন্ডার। বার্ট বলেন, ‘সেই গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ২০ মিলিয়ন ইউরোতে আমার সঙ্গে চুক্তি করতে চেয়েছিল। লিও বিনহাক্কার (তৎকালীন ফেয়েনুর্ড কোচ) তখন আমার কোচ ছিলেন এবং এর আগে তিনি রিয়ালের কোচ ছিলেন। তিনি বলেছিলেন, রিয়াল মাদ্রিদ তোমাকে চায়। আমি বলেছিলাম, তুমি মজা করছো, অমি বিশ্বাস করি না। তিনি বলেন, আমি চায় তুমি ফেয়েনুর্ডে থাকো। কিন্তু আমি কল্পনা করছি, তুমি রিয়ালে যাচ্ছো, কারণ এটা চমৎকার এক ক্লাব। ’
বার্ট আরও বলেন, ‘আমি ভাবছিলাম, আমার পরবর্তী যাত্রাটা হওয়া উচিৎ জার্মানি বা ব্রিটেনে। কারণ আমি খুব ভালো জার্মান বলতে পারতাম এবং মোটামুটিভাবে ইংরেজিও। তাই স্পেনে যেতে ভয় পাচ্ছিলাম, কারণ আমি অল্প নার্ভাস ছিলাম। এত বড় এক ক্লাবে এমন বড় ধরনের দল-বদল ও স্প্যানিশ শেখা নিয়ে আমি নার্ভাস ছিলাম। আমি মনে করি, একজন মানুষ হিসেবে, রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে আমি প্রস্তুত ছিলাম না। ’
অথচ যেবার রিয়াল তাকে চেয়েছিল সেবারই অর্থাৎ ১৯৯৯/২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতে ব্লাঙ্কোসরা। আর তা দর্শক হয়ে দেখতে হয় বার্টকে। অবশ্য সে সময়কার নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন ৪৯ বছর বয়সী সাবেক ডিফেন্ডার।
তিনি বলেন, ‘সম্ভবত, ওটা ছিল আমার বোকামি। তারা আমার ব্যাপারে খুব সিরিয়াস ছিল। তবে আমি বিনহাক্কারকে বলেছিলাম, আমি ফেয়েনুর্ডেই থাকতে চাই। এই মুহূর্তে আমি তখনকার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নই। ’
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ২৯, ২০২০
ইউবি