২০১৭ সালে বার্সা ছেড়ে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে পিএসজিতে যোগ দেন নেইমার। তবে ২০১৯/২০ মৌসুমের শুরুতে পুনরায় ক্যাম্প ন্যুয়ে ফিরতে মরিয়া হয়ে ওঠেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
রসেল প্রেসিডেন্ট থাকাকালীন ২০১৩ সালে নেইমারকে সান্তোস থেকে নিয়ে এসেছিল বার্সা। ৫৬ বছর বয়সী প্রেসিডেন্টের প্রশংসার খেলোয়াড় ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
স্প্যানিশ গণমাধ্যম রেডিও মার্কাকে রসেল বলেন, ‘আমি যদি বার্সার প্রেসিডেন্ট হতাম তবে আমি নেইমারের সঙ্গে চুক্তির চেষ্টা করতাম। মেসির পরে সেই বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড় এবং ক্লাবের দর্শনের সঙ্গেও সে যথার্থ উপযুক্ত। তবে অভিজ্ঞতা থেকে বলি, তার সঙ্গে দু’টি চুক্তি করা হতো। একটি খেলার জন্য এবং আরেকটি আচরণের জন্য। ’
বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর নেইমার তিনটি লিগ ওয়ান জিতেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ২৯, ২০২০
ইউবি