ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দীর্ঘদিন পর মাঠে ফেরা রিয়ালের স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জুন ১৫, ২০২০
দীর্ঘদিন পর মাঠে ফেরা রিয়ালের স্বস্তির জয় আক্রমণে রিয়াল মাদ্রিদ। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৯৭ দিন পর মাঠে ফিরেছে রিয়াল মাদ্রিদ। করোনা ভাইরাসের কারণে চলতি মৌসুমের লা লিগা স্থগিত থাকার পর এবারই প্রথম মাঠে নামলো লস ব্লাঙ্কোসরা। ফেরার ম্যাচে এইবারের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে রিয়াল। 

ম্যাচটি ছিল অলহোয়াইটদের কোচ হিসেবে জিনেদিন জিদানের ২০০তম ম্যাচ। ফরাসি কোচের মাইলফলক ছোঁয়া সেই ম্যাচে জয় উপহার দিলেন সার্জিও রামোস-টনি ক্রুসরা।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পুনঃসংস্কার কাজ চলায় ম্যাচটি সরিয়ে নেওয়া হয় রিয়ালের ট্রেনিং গ্রাউন্ড এস্তাদিও আলফ্রেডো ডি স্তেফানোতে।  

‘ক্লোজড ডোর’ বা দর্শক শূন্য মাঠে যেন শুরু থেকেই গোল ক্ষুধায় পেয়ে বসে রিয়ালকে। ম্যাচের চতুর্থ মিনিটেই দুর্দান্ত এক গোলে ব্লাঙ্কোসদের এগিয়ে দেন জার্মান মিডফিল্ডার ক্রুস। বিরতিতে যাওয়ার আগে জিদানের দল সেই ব্যবধান করে ৩-০। ৩০তম মিনিটে রামোস ও ৩৭তম মিনিটে মার্সেলো স্কোরবোর্ডে নাম লেখান।  

কিন্তু দ্বিতীয়ার্ধে দেখা যায় বিবর্ণ রিয়ালকে। আক্রমণাত্মক হয়ে ওঠে গোলশোধে মরিয়া এইবার। ৬০তম মিনিটে পেদ্রো বিগাসের গোলে আশাটা আরও জাগিয়ে তুলে তারা। তবে শেষ পযন্ত রামোস-ভারানেদের আর ফাঁকি দিতে পারেনি এইবার তারকারা। তিন পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে রিয়াল।  

এই জয়ে ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে রিয়াল। সমান ম্যাচে তাদের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।  

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুন ১৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।