ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এখন ঘাসের রাজত্ব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এখন ঘাসের রাজত্ব ছবি- শোয়েব মিথুন

করোনা মহামারির কারণে দেশের সব খেলাধুলা বন্ধ। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দেশের ফুটবলে। এরইমধ্যে দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের মৌসুম স্থগিত করা হয়েছে। জাতীয় দলের খেলাও বন্ধ আপাতত। 

খেলাধুলার এই আকালের ছায়া পড়েছে স্টেডিয়ামগুলোতেও। দেশের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেও এখন সুনসান নীরবতা।

১৯৫৪ সালে নির্মিত হয় স্টেডিয়ামটি।  

ছবি- শোয়েব মিথুনঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল এলাকায় অবস্থিত দেশের প্রধান এই স্টেডিয়ামে সারা বছরই ফুটবলারদের পদচারণায় মুখরিত থাকে। প্রায় ৩৬ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে ক্লাব ফুটবল থেকে শুরু করে জাতীয় দলের খেলা অনুষ্ঠিত হয়।  

ছবি- শোয়েব মিথুনকরোনাকাল শুরুর আগেও এই স্টেডিয়ামে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছিল প্রিমিয়ার লিগের খেলা। কিন্তু এখন বিরাজ করছে শূন্যতা। দেখভালও করা হচ্ছে না নিয়মিত। তাই যত্নের অভাবে এখানে সগৌরবে বেড়ে উঠছে বিভিন্ন প্রজাতির ঘাস।  

ছবি- শোয়েব মিথুনঅথচ এই মাঠে ‘কোথাও ঘাস আছে, কোথাও নেই’ অভিযোগটা পুরনো। অনেক জায়গায় ঘাস উঠে যায় তো ঘাসের অভাবে পাস ঠিকমতো পায়েই আসে না। কিন্তু করোনার কারণে এখন সেই মাঠেই ঘাসের অভাব নেই। শুধু সেই খেলা আর খেলোয়াড়রাই নেই।

ছবি- শোয়েব মিথুনবাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।