ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘বিরল রেকর্ড’ গড়ে অনন্য উচ্চতায় রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
‘বিরল রেকর্ড’ গড়ে অনন্য উচ্চতায় রোনালদো লাৎসিও'র বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো/ছবি: সংগৃহীত

লাৎসিও’র বিপক্ষে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর মাধ্যমে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা এবং ইতালিয়ান সিরি আ’তে কমপক্ষে ৫০ গোল করার অনন্য কীর্তি গড়েছেন এই পর্তুগিজ উইঙ্গার।

সোমবার (২১ জুলাই) রাতে অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে খেলার ৫১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এটি জুভেন্টাসের জার্সিতে সিরি আ’তে ৬১তম ম্যাচে তার ৫০তম গোল। এর মাধ্যমে তিন শীর্ষ লিগে (প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ) গোলের হাফ-সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়লেন তিনি।

১৯9৪/৯৫ মৌসুম থেকে সিরি আ’তে খেলা বাকিদের চেয়ে রোনালদোই সবচেয়ে দ্রুততম সময়ে ৫০ গোলের মাইলফলক ছুঁলেন। এর আগে এসি মিলানের ইউক্রেনিয়ান স্ট্রাইকার আন্দ্রেই শেভচেঙ্কো ৬৮ ম্যাচে, ইন্টার মিলানের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো ৭০ ম্যাচে, ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার দিয়েগো মিলিতাও ৭৮ ম্যাচে এবং জুভেন্টাসের ফরাসি স্ট্রাইকার ডেভিড ত্রেজেগে ৭৮ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছেন।

এদিকে লাৎসিও’র বিপক্ষে আরও একটি গোল করেছেন রোনালদো। প্রথম গোলের মাত্র ৩ মিনিট পরেই পাওলো দিবালার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দ্বিতীয়বার লক্ষ্যভেদ করে সিরি আ’র চলতি মৌসুমে নিজের ৩০ গোল পূর্ণ করেন, যা তাকে এবারের আসরে এখন পর্যন্ত শীর্ষ গোলদাতার আসনে বসিয়েছে।

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৬ মৌসুমে ৮৪ গোল করেছিলেন রোনালদো। এরপর রিয়াল মাদ্রিদের হয়ে ২৯২ ম্যাচে ৩১১ গোলের কীর্তি আছে তার।

ইংল্যান্ড, স্পেন এবং ইতালিতে ৫০ গোল করার কীর্তি আর কোনো ফুটবলারের নেই। তবে এডিন জেকোর ইংল্যান্ড, জার্মানি এবং ইতালিতে ৫০ গোল করার কীর্তি আছে। বসনিয়া এন্ড হার্জেগোভিনার অধিনায়ক ম্যানচেস্টার সিটি, ওলফসবুর্গ এবং বর্তমান ক্লাব রোমার হয়ে এই মাইলফলক পার করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।