ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়কে পেছনে ফেলতে ম্যানচেস্টার ইউনাইটেডকে পুরোপুরি বিদায় বললেন অ্যালেক্সিস সানচেস। এই চিলিয়ান ফরোয়ার্ডকে বিনা ট্রান্সফার ফি’তে দলে ভিড়িয়েছে ইন্টার মিলান।
২০১৮ সালের জানুয়ারিতে আর্সেনাল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান সানচেস। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন তিনি। রেড ডেভিলদের হয়ে ৪৫ ম্যাচে মাত্র ৫ গোল করেছেন তিনি। বাধ্য হয়ে গত গ্রীষ্মে তাকে সিরি আ’র শীর্ষ ক্লাব ইন্টারে ধারে খেলতে পাঠায় ইউনাইটেড।
ইন্টারে ধারে খেলতে গিয়ে ক্রমেই নিজের পুরনো ফর্ম ফিরে পেতে শুরু করেন সানচেস। করোনা বিরতির পর ফুটবল ফেরার পর কোচ আন্তোনিও কন্তের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। ফলে তাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেরাজ্জুরিরা। চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ইন্টারে থাকবেন তিনি।
সানচেসের সঙ্গে ইন্টারের চুক্তির ফলে ইউনাইটেড কিছুই পায়নি। কারণ চুক্তি হয়েছে বিনা ট্রান্সফার ফি’তে। উল্টো মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি বাতিল করায় চিলিয়ান ফরোয়ার্ডকে কিছু অর্থ পরিশোধ করতে হবে ইংলিশ জায়ান্টদের। তবে, প্রতি সপ্তাহে ৫ লাখ ৬০ হাজার পাউন্ড বেতন দিয়ে 'ফ্লপ' খেলোয়াড় রাখার বিপদ থেকে অন্তত রক্ষা পেল ইউনাইটেড।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
এমএইচএম