চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর থেকেই গুজব ছড়িয়ে পড়ে কোচ মাওরিসিও সারিকে বরখাস্ত করতে যাচ্ছে জুভেন্টাস। সেই গুজব অবশেষে সত্যি হলো।
ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর বরাতে এমনটাই জানিয়েছে ‘ব্লিচার রিপোর্ট’। পরে জুভেটাসের পক্ষ থেকেও এই তথ্য অফিসিয়ালি নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (০৭ আগস্ট) দিনগত রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে অলিম্পিক লিঁও’র কাছে ২-১ গোলে জিতেও বিদায় নিয়েছে জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতা থাকলেও অ্যাওয়ে গোলের সুবাধে কোয়ার্টার ফাইনালে পা রাখে ফরাসি জায়ান্টরা।
দ্বিতীয় লেগে জোড়া গোল করেছিলেন পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এবার ইউরোপ সেরার মুকুট অনেক আগেই হাতছাড়া হলো পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর। এজন্য তুরিনের বুড়িদের সমর্থকরা সারি’র পরিকল্পনাকেই দায়ী করেছেন।
যদিও এই মৌসুমের সিরি আ’র শিরোপা সারি’র অধীনেই জিতেছে জুভেন্টাস। জুভেন্টাসে নিজের প্রথম মৌসুমেই সিরি আ'র ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে শিরোপা জেতার কীর্তিও গড়েছেন। তবু ইউরোপীয় প্রতিযোগিতায় ব্যর্থতার জেরে জুভেন্টাসে মৌসুম শেষ করার আগেই বিদায় নিতে হলো তাকে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
এমএইচএম