ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জুভেন্টাস ছাড়লেন মাতুইদি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
জুভেন্টাস ছাড়লেন মাতুইদি ব্লেইস মাতুইদি

কয়েকদিন ধরে গুঞ্জন চলছে, যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন ব্লেইস মাতুইদি। অবশ্য বিষয়টি এখনও নিশ্চিত না হলেও এই আলোচনার মধ্যেই জুভেন্টাস ছেড়েছেন ৩৩ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার।

 

মাতুইদি এবং জুভেন্টাস পারস্পরিকভাবে রাজি হয়েছে তুরিনে তার চুক্তির শেষ বছরটি অবসিত করার।  তুরিনের বুড়িদের হয়ে সিরি’আ জয়ের পাশাপাশি ২০১৯/২০ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচ খেলেছেন তিনি।  

ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী তারকা ৩০.৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে ২০১৭ সালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে জুভেন্টাসে যোগ দেন। এবার তিনি ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন ফ্র্যাঞ্জাইজিটির ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রামিকে।  ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ মিডফিল্ডার ডেভিড বেকহামের মালিকাধীন ক্লাবটির মেজর সকার লিগে অভিষেক হয়েছে চলতি মৌসুমে। অভিষেকের পর থেকে পাঁচটি ম্যাচ খেলে প্রত্যেকটিতে হেরেছে ইন্টার মিয়ামি।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।