ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসিকে যেতে দেওয়াটা বার্সার সমাধান নয়: রোনালদো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
মেসিকে যেতে দেওয়াটা বার্সার সমাধান নয়: রোনালদো রোনালদো নাজারিও ও লিওনেল মেসি

দীর্ঘদিন ধরে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে গুঞ্জন-আলোচনা চলছে। সেই গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দেয় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে কাতালানদের বড় ব্যবধানে বিধ্বস্ত হওয়া।

 

এমন এক ‘ট্রাজেডি’র পর ক্যাম্প ন্যু’কে ঢেলে সাজাতে ওঠেপড়ে লেগেছে ক্লাব কর্তৃপক্ষ। ইতোমধ্যে কিকে সেতিয়েনকে বরখাস্ত করে প্রধান কোচ হিসেবে নিজেদের সাবেক তারকা রোনাল্ড কোম্যানকে নিয়োগ দিয়েছে বার্সা। অবশ্য তাতেও থেমে নেই দলের সেরা তারকা মেসির বার্সা ছাড়ার গুঞ্জন।  

তবে রোনালদো নাজারিও মনে করেন, মেসিকে যেতে দেওয়া বার্সার জন্য ভালো কিছু বয়ে আনবে না। ব্রাজিলিয়ান কিংবদন্তি আরও মনে করেন, কাতালানদের উচিৎ আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রেখে দেওয়ার জন্য তাদের সাধ্যের মধ্যে সবকিছু করা।

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ৪৩ বছর বয়সী সাবেক স্ট্রাইকার বলেন, ‘এটা খুবই অসম্ভব যে, সে (মেসি) এই মুহূর্তে বার্সা ছাড়তে সক্ষম হবে। বিশেষ করে, যখন একটা সংকট চলছে ক্লাবে। ’ 

এক ওয়েব সেমিনারে রোনালদো আরও বলেন, ‘মেসি ক্লাবটির রেফারেন্স। আমি যদি বার্সেলোনায় থাকতাম, তবে এমন পরিস্থিতিতে তাকে যেতে দিতাম না। তার সঙ্গে ক্লাবের খুব ভালো ও শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং আমি করে করি, দলের প্রতি তার ভালোবাসা কখনও কমবে না। ’ 

এছাড়া তিনি কাতালানদের আরেক তারকা লুইস সুয়ারেস সম্পর্কে বলেন, ‘লুইস সুয়ারেস এখনও সেরা স্ট্রাইকারদের একজন। রবার্ট লেভানডভস্কি এবং করিম বেনজেমার মতো আমি তাকেও ভালোবাসি। ’ 

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।