ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ডি ভিক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২০
আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ডি ভিক ফন ডি ভিক

আয়াক্স থেকে ৩৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ডাচ মিডফিল্ডার ডোনি ফন ডি ভিকের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই চুক্তিতে আরও ৫ মিলিয়ন পাউন্ড যোগ করা হবে পরে।

২৩ বছর বয়সী তারকা আয়াক্সের জার্সিতে ১৭৫ ম্যাচে করেছেন ৪১ গোল। ২০১৮/১৯ মৌসুমে নজরকাড়া পারফর্ম্যান্সে ডাচ ক্লাবটিকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে দিয়েছিলেন ডি ভিক।  

নেদারল্যান্ডের তরুণ মিডফিল্ডারকে ইউনাইটেডেরর জার্সিতে দেখা যেতে পারে ২০২০/২১ মৌসুমে, ১৯ সেপ্টেম্বর ক্রিস্টার প্যালেসের বিপক্ষে ম্যাচে। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুর আগে রেড ডেভিলদের প্রথম চুক্তি করা তারকা ডি ভিক।  

ইউনাইটেডের সঙ্গে চুক্তির পর ডি ভিক বলেন, ‘আমি বলে বুঝাতে পারবো না এমন এক ঐতিহাসিক ক্লাবে যোগ দিতে পারা আমার জন্য কতটুকু অবিশ্বাস্য সুযোগের। ’ 

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।