ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমারদের সমান বেতন পাবেন ব্রাজিল নারী দলের ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২০
নেইমারদের সমান বেতন পাবেন ব্রাজিল নারী দলের ফুটবলাররা ব্রাজিল নারী জাতীয় ফুটবল দল

ব্রাজিল নারী জাতীয় দলের ফুটবলাররাও এখন থেকে দেশকে প্রতিনিধিত্ব করার জন্য সমান বেতন পাবে পুরুষ জাতীয় দলের মতো। এমনটাই জানিয়েছে ব্রাজিলের ফুটবল সংস্থা সিবিএফ)।

 

ম্যাচের প্রস্তুতি চলাকালীন জাতীয় দলের অন্তর্ভূক্ত সব খেলোয়াড়কে একই দৈনিক ভাতা এবং পুরস্কার দেওয়া হবে।  

সিবিএফ প্রেসিডেন্ট রোজারিও কাবোক্লো জানিয়েছেন, গত মার্চ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘এই বছরের মার্চ থেকে, নারী ও পুরুষ ফুটবল দলের মধ্যে সিবিএফ খেলোয়াড়দের সমান পুরস্কার এবং দৈনিক ভাতা দেওয়ার চিন্তা করেছে। একজন পুরুষ খেলোয়াড় জাতীয় দলে ডাক পাওয়ার পর যা কিছু পায় তার সমান পাবে নারী জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলাররাও। ’

কাবোক্লো আরও জানান, এটা বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো আন্তর্জাতিক আসরে পারফর্ম্যান্সের ভিত্তিতে প্রযোজ্য হবে। তিনি বলেন, ‘ব্রাজিল দলে আর লিঙ্গ বৈষম্য থাকছে না। সিবিএফ পুরুষ ফু্টবলারদের যে চোখে দেখবে একই চোখে দেখবে নারী ফুটবলারদের। ’

এর আগে কেবল অস্ট্রেলিয়া, নরওয়ে এবং নিউজিল্যান্ডে পুরুষ ও নারী জাতীয় দলের ফুটবলাররা এই সুবিধা পেতো।  

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।