ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আইসল্যান্ডকে বিধ্বস্ত করল বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
আইসল্যান্ডকে বিধ্বস্ত করল বেলজিয়াম

আইসল্যান্ড পেয়ে একেবারে গোল উৎসবে মাতলো বেলজিয়াম। উয়েফা নেশনস লিগের ম্যাচে ৫-১ গোলে জয় পেয়েছে রবার্তো মার্তিনেসের শিষ্যরা।

দলের হয়ে জোড়া গোল করেন মিচি বাতসুয়াই। এছাড়া একটি করে গোল করেন ড্রিস মের্টেন্স, আক্সেল উইটসেল ও জেরেমি দোকু।

মঙ্গলবার ঘরের মাঠ ব্রাসেলসে ‘এ’লিগের দুই নম্বর গ্রুপের আইসল্যান্ডকে আতিথেয়তা জানায় ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি।  

যদিও ম্যাচের দশম মিনিটে সফরকারীদের আইসল্যান্ডকে এগিয়ে নেন ফ্রিদিয়োনসন। অবশ্য পরের সাত মিনিটে উইটসেল ও বাতসুয়াইয়ের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে কেভিন ডে ব্রুইনের কর্নার থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান নাপোলি স্ট্রাইকার মের্টেন্স।

ম্যাচের ৬৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন চেলসি ফরোয়ার্ড বাতসুয়াই। আর ১০ মিনিট পর আইসল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন দোকু।

এদিকে একই সময়ে শুরু হওয়া গ্রুপের আরেক ম্যাচে ডেনমার্কের মাঠে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড।

বেলজিয়াম দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে । ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ইংল্যান্ড। ডেনমার্কের ১ পয়েন্ট পেলেও আইসল্যান্ড এখনও কোনো পয়েন্ট অর্জন করেনি।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।