ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফিফা র‌্যাংকিংয়ে আগের অবস্থানে বাংলাদেশ, একধাপ পেছালো ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
ফিফা র‌্যাংকিংয়ে আগের অবস্থানে বাংলাদেশ, একধাপ পেছালো ভারত .

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে মাঠে নেই বাংলাদেশের ফুটবল। তা সত্ত্বেও বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে আগের অবস্থান ধরে রেখেছে লাল-সবুজরা।

 

২১০টি দেশের মধ্যে ৯১৪ পয়েন্ট নিয়ে ১৮৭তম স্থানে আছে বাংলাদেশ। তবে একধাপ পিছিয়ে ১০৯তম স্থানে নেমে গেছে ভারত। পেছালেও দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে শীর্ষে ব্লু টাইগাররা। এরপরই আছে আফগানিস্তান (১৪৯), মালদ্বীপ (১৫৫), নেপাল (১৭০) ও বাংলাদেশ। জেমি ডে’র দলের পেছনে আছে ভুটান (১৮৯), পাকিস্তান (২০০) ও শ্রীলঙ্কা (২০৬)।  

এর আগে ফিফা র‌্যাংকিং প্রকাশ পেয়েছিল গত এপ্রিলে। এবারের প্রকাশিত র‌্যাংকিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। আগের অবস্থান অটুট রেখে যথাক্রমে পরের স্থানে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, ব্রাজিল ও ইংল্যান্ড।  

এক ধাপ এগিয়ে পাঁচে ওঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ছয়ে নেমে গেছে উরুগুয়ে। সাতে ওঠে এসেছে স্পেন। আগের অবস্থান নবম ও দশম স্থানে আছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। তবে আটে নেমে গেছে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করতে যাওয়া কাতার আছে ৫৫তম স্থানে।  

বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ফুটবলের বাইরে। শেষ ম্যাচ খেলেছে ২৩ জানুয়ারি, বুরুন্ডির বিপক্ষে। বাংলাদেশ গোল্ড কাপের সেই ম্যাচে আফ্রিকান দেশটির বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল জেমি ডের দল।  

২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপে (এএফসি) বাংলাদেশের পড়েছে ‘ই’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, আফগানিস্তান, কাতার এবং ওমান। তবে করোনার কারণে চারটি দলের বিপক্ষে ম্যাচ স্থগিত করতে হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।