ফরাসি ক্লাব রেঁনে থেকে গোলরক্ষক এদুয়ার্দো মেন্দিকে দলে ভেড়ালো চেলসি। সেনেগালের এই তারকার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ব্লুজরা।
২৮ বছর বয়সী মেন্দি এর আগে লিগ ওয়ানে রেঁনের হয়ে এক মৌসুমে ২৫টি ম্যাচ খেলেছেন। যেখানে ২০১৯ সালে তিনি রেইমস থেকে রেঁনেতে পাড়ি দিয়েছিলেন।
গত মঙ্গলবারই মেন্দি তার মেডিক্যাল সম্পন্ন করেছেন। তবে তাকে দলে জায়গা পেতে রেকর্ড সাইনিং গোলরক্ষক কেপা আরিজাবালাগার সঙ্গে লড়াই করতে হবে।
ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে চেলসিতে যোগ দিয়ে মেন্দি বলেন, ‘চেলসিতে যোগ দিয়ে দারুণ রোমাঞ্চিত লাগছে। এমন একটি স্কোয়াডে থাকতে পারাটা স্বপ্ন দেখার মতো। ’
এদিকে এবারের দল-বদলের বাজারে রেকর্ডই গড়েছে চেলসি। ২০২০-২১ মৌসুমে এখন পর্যন্ত মেন্দিসহ মোট ৭জন ফুটবলার টেনেছে দলটি। এর আগে টিমো ভার্নার, কাই হাভার্ট, হাকিম জইস, মালাঙ্গ সার, বেন চিলওয়েল ও থিয়াগো সিলভাকে কিনেছিল চেলসি।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এমএমএস