করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান লেফট-ব্যাক অ্যালেক্স তেলাস।
চলতি মাসে চার বছরের চুক্তিতে পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে ওল্ড ট্রাফোর্ডে আসেন এই ২৭ বছর বয়সী ডিফেন্ডার।
ব্রাজিলিয়ান তারকার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে ম্যানইউ এক টুইটে জানায়, ‘আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। ’
বর্তমানে ১০ দিনের স্বেচ্ছা-আইসোলেশনে থাকবেন তেলাস।
ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেডের জার্সিতে এখনও মাঠে না নামা হলেও চ্যাম্পিয়নস লিগে অভিষেকেই আলো ছড়ান তেলাস। সেই ম্যাচে পিএসজির বিপক্ষে ২-১ বিপক্ষে জয় পায় ওলে গানার সুলশারের শিষ্যরা।
১৫ মিলিয়ন ইউরো ট্রান্সফারে রেড ডেভিলদের সঙ্গে চুক্তি করেন তেলাস। পরবর্তীতে আরও ২ মিলিয়ন ইউরো যোগ হবে সেই চুক্তিতে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
ইউবি/এমএমএস