ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

৩৯২ দিন পর গোল হ্যাজার্ডের, বড় জয়ে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
৩৯২ দিন পর গোল হ্যাজার্ডের, বড় জয়ে শীর্ষে রিয়াল ইডেন হ্যাজার্ড/ছবি: সংগৃহীত

বড় আশা নিয়ে তাকে কিনেছিল রিয়াল মাদ্রিদ। তার হাতে তুলে দিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত '৭' নম্বর জার্সি।

 কিন্তু আশায় পানি ছিটিয়ে দিল ইনজুরি। ২০১৯ সালে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে আসার পর খেলতে পেরেছেন মাত্র ২৩ ম্যাচ। গোল করেছিলেন মাত্র একটি। সবমিলিয়ে ৩৯২ দিন আগের কথা। অবশেষে গোলখরা কাটালেন ইডেন হ্যাজার্ড। রিয়াল মাদ্রিদও বড় জয় নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল।  

শনিবার (৩১ অক্টোবর) রাতে ঘরের মাঠ এস্তাদিয়ো আলফ্রেদো দি স্তেফানোয় হুয়েস্কাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। জোড়া গোল করেছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। হ্যাজার্ড ছাড়াও এক গোল করেছেন ফেদেরিকো ভালভালর্দে।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে বরুশিয়া মনশেনগ্ল্যাডব্যাকের বিপক্ষে প্রত্যাবর্তন করেছিলেন হ্যাজার্ড। তবে সেই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। যদিও ভালো কিছুর লক্ষণ দেখা দিয়েছিল। অবশেষে শনিবার কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে গেলেন।  

রিয়ালের জার্সিতে সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে গ্রানাদার বিপক্ষে গোল করেছিলেন হ্যাজার্ড। আর শনিবার লা লিগায় প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের প্রথম গোলটা এলো তার পা থেকেই। শুরুতেই দলের বেশ কিছু সুযোগ নষ্ট হওয়ার পর খেলার ৪০তম মিনিটে অনেকটা দূর থেকে দৌড়ে এসে লম্বা শটে বল জালে জড়িয়ে দেন এই বেলজিয়ান ফরোয়ার্ড।

হ্যাজার্ড গোলের দেখা পেতেই রিয়ালের খেলায় যেন গতি ফিরে আসে। পাঁচ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। লুকাস ভাসকেসের উড়িয়ে মারা শটে বল পান দূরের পোস্টে থাকা বেনজেমা। সঙ্গে সঙ্গে হুয়েস্কার ডিফেন্ডার মাফেয়োকে বোকা বানিয়ে কঠিন কোণ থেকে লক্ষ্যভেদ করেন ফরাসি স্ট্রাইকার।

বিরতির ১১ মিনিট পর রিয়ালের প্রথম গোলে অবদান রাখা ভালভারর্দে ব্যবধান আরও বাড়ান। বেনজেমা চতুর পাসে বল ঠেলে দেন অনেকটা ফাঁকায় থাকা ভালভার্দে। হুয়েস্কার ডিফেন্ডাররা কিছু বুঝে ওঠার আগেই নিচু শটে বল জালে জড়িয়ে দেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

ম্যাচের মিনিট ত্রিশেক বাকি থাকতে হ্যাজার্ডকে তুলে নিয়ে ভিনিসিয়ুসকে নামান রিয়াল কোচ জিনেদিন জিদান। এদিকে ৭৪তম মিনিট এক গোল শোধ করে দেয় হুয়েস্কা। রিয়ালের দুই ডিফেরন্ডার ফাঁকি দিয়ে গোল আদায় করে নেন দলটির মিডফিল্ডার দাভিদ ফেরেইরো। এরপর খেলার অন্তিম বাঁশি বাজার আগে দারুণ এক হেডে নিজের দ্বিতীয় গোলের দেখা পান বেনজেমা।

এই নিয়ে ৭ ম্যাচে ৫ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদ সমান ম্যাচ খেলে দুই পয়েন্ট পিছিয়ে আছে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।