শেফিল্ড ইউনাইটেডকে তাদের মাঠে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি।
শনিবার (৩১ অক্টোবর) শেফিল্ডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল।
লিগে নিজেদের সর্বশেষ চার ম্যাচে মাত্র এক জয় পাওয়া সিটি খেলার অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারত। হুয়াও কানসেলোর ক্রসে পোস্টের একদম সামনে থাকা ফেরান তোরেস হেড করেছিলেন। কিন্তু পাঞ্চ করে ঠেকিয়ে দেন শেফিল্ড গোলরক্ষক। এরপর ত্রয়োদশ মিনিটে সুযোগ পেয়েছিলেন এমেরিক লাপোর্ত। কিন্তু ১০ গজ দূরে থেকেও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।
প্রথমার্ধের শুরুতে আরও বেশ কয়েকটি দারুণ আক্রমণ করেও গোলের দেখা পায়নি সিটি। তবে ২৮তম মিনিটে এগিয়ে যায় সিটিজেনরা। ডে ব্রুইনের পাসে ২০ গজ দূর থেকে নিচু শতে জাল খুঁজে নেন ইংলিশ ডিফেন্ডার ওয়াকার। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করে সিটি। এবার মাহরেজের নিচু ফ্রি-কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। শেষদিকে বের্নার্দো সিলভার শট গোলরক্ষক ফেরালে ব্যবধান আর বাড়েনি সিটির।
ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে আছে সিটি। আর শেফিল্ড আছে ১৯তম স্থানে।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
এমএইচএম