ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মুলার-জিনাব্রির গোলে বায়ার্নের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
মুলার-জিনাব্রির গোলে বায়ার্নের জয়

টমাস মুলার ও সের্গে জিনাব্রির গোলে বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। আর এ জয়ের ফলে লিগে টানা চতুর্থ ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল হ্যান্স ফ্লিকের শিষ্যরা।

শনিবার কোলনের মাঠে অতিথি হিসেবে খেলতে গিয়ে ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় বায়ার্ন। প্রতিপক্ষের হ্যান্ডবলের সুযোগে রেফারি পেনাল্টির বাঁশি বাজালে সেখান থেকে স্পট কিকে মুলার দলকে লিড এনে দেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন জিনাব্রি। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান এই জার্মান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শেষদিকে ব্যবধান কমায় কোলন। ৮২তম মিনিটে স্বাগতিকদের ডমিনিক ড্রাক্সলার গোল করেন। গোলটিতে প্রথমে অফসাইডের বাঁশি বাজলেও পরে ভিএআরে সিদ্ধান্ত বদলে গোল দেওয়া হয়। তবে আর কোনো সুযোগ না পাওয়ায় শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।

লিগে ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।