ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মাগুরায় শেখ রাসেল অনূর্ধ-১৫ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০২০
মাগুরায় শেখ রাসেল অনূর্ধ-১৫ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু ক্লাব শরুশুনা ৩-০ গোলে শ্রীরামপুর ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়।

মাগুরা: মাগুরা জেলার ১৬টি ফুটবল দলকে নিয়ে শুরু হয়েছে শেখ রাসেল অনূর্ধ-১৫ ফুটবল টুর্নামেন্ট।

সোমবার (০২ নভেম্বর) বিকালে স্থানীয় নোমানী ময়দানে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু ক্লাব শরুশুনা ৩-০ গোলে শ্রীরামপুর ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় বঙ্গবন্ধু ক্লাব শরুশুনা দলের পক্ষে সোহান প্রথমাধের্র ৪ মিনিট ও ২৭ মিনিটে ২ টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় । পরে দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে বঙ্গবন্ধু দলের পক্ষে পুনরায় আল-আমিন আরো ১ টি গোল করে দলকে বিজয়ী করে।

সোনালী অতীত ক্লাবের আয়োজনে উদ্বোধনী এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান,সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,সোনালী অতীত ক্লাবের সভাপতি এ এস এম কামরুজ্জামান চাঁদ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির ও টুর্ণামেন্টের আহবায়ক সৈয়দ বারিক আনজাম বারকি প্রমুখ।

টুর্নামেন্টে জেলার ১৬টি দল অংশ নিচ্ছে । মঙ্গলবার  টুর্নামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হবে । প্রথম খেলায় মঘী ইউনিয়নের আশার আলো যুব সংঘ মুখোমুখি হবে ধলহরা নাজমুল স্মৃতি সংঘের । অপর খেলায় জোকা যুব সংঘ মুখোমুখি হবে পাল্লা ফুটবল দলের।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।