ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হাসপাতালে ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
হাসপাতালে ম্যারাডোনা

হঠাৎই হাসপাতালে ভর্তি হয়েছেন দিয়েগো ম্যারাডোনা। সোমবার নিজ দেশ আর্জেন্টিনায় শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে এমন খবর পাওয়া যায়।

১৯৮৬ বিশ্বকাপজয়ী ম্যারাডোনাকে আর্জেন্টিনার শহর লা প্লাতার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। যেই শহরে তিনি স্থানীয় প্রিমেরা ডিভিশনের ক্লাব জিমনাসিয়া দে লা প্লাতার কোচ হিসেবে কাজ করছেন।

তিন দিন আগে ৩০ অক্টোবর নিজের ৬০তম জন্মদিন উদযাপন করেন ম্যারাডোনা।

এ বিষয়ে এক সাংবাদিক জানান, ম্যারাডোনার কয়েকটি পরীক্ষা করনো হবে। তবে তার কি ধরনের অসুস্থতা সে বিষয়ে জানা যায়নি। কিন্তু তাকে দ্রুতই হাসপাতালে ভর্তি করানো দরকার ছিল।

এদিকে অনেকেই ধারণা করছেন ম্যারাডোনা করোনা ভাইরাসে আক্রান্ত। তবে এ ব্যাপারে তার চিকিৎসক আশ্বস্ত করে জানিয়েছেন, এমন কোনো সংক্রমণ তার শরীরে নেই।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।