ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

করোনা ভাইরাসে আক্রান্ত চেলসির জার্মান মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
করোনা ভাইরাসে আক্রান্ত চেলসির জার্মান মিডফিল্ডার কাই হাভার্টজ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চেলসির জার্মান মিডফিল্ডার কাই হাভার্টজ। বর্তমানে স্বেচ্ছা-আইসোলেশনে আছেন তিনি।

 

২১ বছর বয়সী তারকার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন ব্লুজদের কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। যার কারণে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব রেঁনের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে স্কোয়াডে ছিলেন না হাভার্টজ।

শিষ্যের অসুস্থতা নিয়ে ল্যাম্পার্ড জানান, দলের বাকিদের ফলাফল নেগেটিভ এলেও কাইয়ের রিপোর্ট পজিটিভ এসেছে।

চ্যাম্পিয়নস লিগে চেলসি দাপুটে জয় পেলেও আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ ব্যবধানে হেরেছে ইস্তাম্বুল বাসাকসেহির মাঠে। ইউরোপের শীর্ষ ফুটবল লিগে তুরস্কের ক্লাবটির এটি প্রথম জয়।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।