ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

স্পেন দলে ফিরলেন মোরাতা-কোকে 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
স্পেন দলে ফিরলেন মোরাতা-কোকে  মোরাতা-কোকে

উয়েফা নেশনস লিগে সুইজারল্যান্ড এবং জার্মানির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন স্পেনের প্রধান কোচ লুইস এনরিকে। এই দুই ম্যাচের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লা রোজারা।

স্পেন দলে ফিরেছেন আলভারো মোরাতা, কোকে, ইনিগো মার্তিনেস ও মার্কোস লরেন্তে। তবে জায়গা হারিয়েছেন রদ্রিগো মোরেনো, হোসে কাম্পানা, দিয়েগো লরেন্তে, দানি কাবেয়োস ও থিয়াগো আলকান্তারা।

২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা ডাচদের বিপক্ষে প্রীতি খেলবে আমস্টারডামে, বুধবার (১১ নভেম্বর) রাতে। এরপর নেশনস লিগে সুইসদের বিপক্ষে বাসেলে শনিবার (১৪ নভেম্বর) মাঠে নামবে স্পেন। এনরিকের দল জার্মানিকে আতিথেয়তা দেবে সেভিয়ায়। দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটি হবে মঙ্গলবার (১৭ নভেম্বর)।  

২৫ সদস্যের স্পেন দল: 

গোলরক্ষক: ডেভিড দি গিয়া, উনাই সিমন, কেপা আরিজাবালাগা

ডিফেন্ডার: জেসুস নাভাস, সের্গি রবার্তো, সার্জিও রামোস, পউ তোরেস, এরিক গার্সিয়া, ইনিগো মার্তিনেস, হোসে লুইস গয়া, সার্জিও রেগুইলন

মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, রদ্রি হার্নান্দেজ, মাইকেল মেরিনো, ফাবিয়ান রুইস, সার্জিও ক্যানেলস, কোকে, মার্কোস লরেন্তে

ফরোয়ার্ড: আলভারো মোরাতা, ফেরান তোরেস, দানি ওলমো, মাইকেল ওয়ারজাবাল, জেরার্ড মোরেনো, আনসু ফাতি, আদাম ত্রাওরে

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।