ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রোমাঞ্চকর লড়াইয়ে ডর্টমুন্ডকে হারাল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
রোমাঞ্চকর লড়াইয়ে ডর্টমুন্ডকে হারাল বায়ার্ন

রোমাঞ্চকর ম্যাচে বুরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আর এ জয়ে বুন্দেসলিগায় এককভাবে শীর্ষে উঠেছে হ্যান্স ফ্লিকের শিষ্যরা।

শনিবার নিজেদের মাঠে ৪৫তম মিনিটে মার্কো রয়েসের গোলে ডর্টমুন্ড এগিয়ে যায়। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতা টানেন ডাভিড আলাবা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রবার্ট লেভান্ডভস্কির গোলে এগিয়ে যায় বায়ার্ন। আর ৮০তম মিনিটে ব্যবধান বাড়ান লেরয় সানে। তবে তিন মিনিট পরেই আর্লিং হলান্ড ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুললেও হার এড়াতে পারেনি স্বাগতিকরা।

লিগে সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লাইপজিগ। তিন নম্বরে থাকা ডর্টমুন্ডের পয়েন্ট ১৫।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।