ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

উদ্বোধনী দিনে জিতল রাজবাড়ি ও শরীয়তপুর জেলা মহিলা ফুটবল দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
উদ্বোধনী দিনে জিতল রাজবাড়ি ও শরীয়তপুর জেলা মহিলা ফুটবল দল ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরায় ‘জে এফ এ অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২০’ শুরু হয়েছে । উদ্বোধনী দিনে প্রথম খেলায় রাজবাড়ি জেলা মহিলা ফুটবল দল ৭-০ গোলে ফরিদপুর জেলা মহিলা ফুটবল দলকে হারিয়েছে।

 

অপর ম্যাচে, শরীয়তপুর ৪-০ গোলে হারিয়েছে গোপালগঞ্জ জেলাকে।  

রোববার (০৮ সেপ্টেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২০ এর উদ্বোধন করা হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পৃষ্ঠপোষকতায় মাগুরা জেলা ফুটবল  অ্যাসোসিয়েশনের আয়োজনে আঞ্চলিক পর্যায়ের এ টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ।  

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও মাগুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান লাজুক উপস্থিত ছিলেন ।

উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে দুপুর ২.৩০মিনিটে রাজবাড়ি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন মুখোমুখি হয় ফরিদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের । তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে প্রথমার্ধের প্রথম মিনিটে রাজবাড়ি দলের তানজিলা প্রথম গোল করে । পরে একই দলের চৌকশ খেলোয়াড় আঁখি ও তোয়া হ্যাটট্রিক করে দলকে জয় এনে দেন ।

অপরদিকে, একই দিনের দ্বিতীয় ম্যাচে বিকাল ৪টায় গোপালগঞ্জ জেলা মুখোমুখি হয় শরীয়তপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের । এ খেলায় শরীয়তপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ৪-০ গোলে গোপালগঞ্জ মহিলা ফুটবল দলকে পরাজিত করে।  

সোমবার দুপুর ২.৩০মিনিটে প্রথম খেলায় যশোর জেলা মহিলা ফুটবল দল মুখোমুখি হবে রাজবাড়ি ফুটবল দলের । দ্বিতীয় খেলায় মাগুরা জেলা মহিলা ফুটবল দল মুখোমুখি হবে শরীয়তপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ।

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জে এফ এ অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে মাগুরা,গোপালগঞ্জ, যশোর, ফরিদপুর, রাজবাড়ি ও শরিয়তপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অংশ নিচ্ছে ।  

আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) এ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।