ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জানুয়ারি পযর্ন্ত মাঠের বাইরে বায়ার্নের জশুয়া কিমিচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
জানুয়ারি পযর্ন্ত মাঠের বাইরে বায়ার্নের জশুয়া কিমিচ চোট নিয়ে মাঠ ছাড়ছেন কিমিচ

জানুয়ারি পর্যন্ত মাঠের বাইর কাটাতে হবে জশুযা কিমিচকে। হাঁটুর চোট পাওয়ায় সার্জারি করতে হয়েছে বায়ার্ন মিউনিখ মিডফিল্ডারকে।

 

শনিবার (০৭ নভেম্বর) বরুশিয়ার ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের ৩৬তম মিনিটে আর্লিং হালান্দের থেকে বল দখলের লড়াইয়ে চোটে পড়েন কিমিচ। রোমাঞ্চকর ম্যাচটিতে অবশ্য বায়ার্ন জিতেছে ৩-২ ব্যবধানে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়ে বুন্দেসলিগায় বাভারিয়ানরাও ফিরেছে শীর্ষস্থানে।  

জার্মান চ্যাম্পিয়নরা জানিয়েছে, রোববার (০৮ নভেম্বর) ডান পায়ের মেনিসকাসে সফল সার্জারি হয়েছে কিমিচের।

চোট পাওয়ায় জার্মানির হয়ে প্রীতি ম্যাচে চেক প্রজাতন্ত্রে এবং চলতি নেশন্স লিগে ইউক্রেন ও স্পেনের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।  

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।