ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অসুস্থতার কারণে আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন দিবালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
অসুস্থতার কারণে আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন দিবালা

শারীরিক অসুস্থতার কারণে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ছিটকে গেছেন পাওলো দিবালা।

ইতালিয়ান সিরি’আতে নিজ ক্লাব জুভেন্টাসের হয়ে শেষ ম্যাচে লাৎসিওর বিপক্ষে অবশ্য শেষ ১৫ মিনিট খেলেছিলেন তারকা ফরোয়ার্ড দিবালা।

তবে রোববার এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটে তার ছিটকে পড়ার খবরটি নিশ্চিত করে।

এদিকে দিবালা ছাড়াও মিডফিল্ডার মার্কোস আকুনাকে পাচ্ছে না আর্জেন্টিনা। ডান পায়ের পেশিতে চোট পান সেভিয়ার এই তারকা।

বিশ্বকাপ বাছাইপর্বে আগামী শুক্রবার দেশের মাটিতে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এর পাঁচদিন পর খেলবে পেরুর মাঠে।

এর আগে অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে আলবিসেলেস্তাদের দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার বিপক্ষেও খেলতে পারেননি দিবালা। যেখানে প্রথম দুই ম্যাচে ইকুয়েডর ও বলিভিয়াকে হারানো আর্জেন্টিনা লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় আছে দুইয়ে। সমান ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।