ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৪ মাসের জন্য ছিটকে গেলেন আনসু ফাতি 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
৪ মাসের জন্য ছিটকে গেলেন আনসু ফাতি  আনসু ফাতি

হাঁটুতে সার্জারি হওয়ায় ৪ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনার ফরোয়ার্ড আনসু ফাতিকে।  

শনিবার (০৭ নভেম্বর) রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান এই ১৮ বছর বয়সী তারকা।

ইন্টারনাল মেনিসকাস ছিঁড়ে গেছে তার। ৫-২ ব্যবধানে জেতা ম্যাচটিতে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে মাঠ মাঠ ছাড়েন ফাতি।  

এই মৌসুমে বার্সার হয়ে ১০ ম্যাচ খেলেছেন তিনি। ৫ গোল করার পাশাপাশি করেছেন ২ অ্যাসিস্ট। এছাড়া সেপ্টেম্বরে জাতীয় দলের জার্সি গায়ে ইউক্রেনের বিপক্ষে গোল করে ৯৫ বছরের পুরনো একটি রেকর্ডও ভেঙে দেন তিনি। স্পেনের সবচেয়ে কম বয়সী গোলদাতা এখন ফাতি। এই রেকর্ড ভাঙার পথে তার তার বয়স ছিল মাত্র ১৭ বছর ৩১১ দিন।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।