ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয়ে ফিরেই শীর্ষে ইতালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
জয়ে ফিরেই শীর্ষে ইতালি

উয়েফা নেশনস লিগে টানা দুই ড্রয়ের পর জয়ে ফিরেছে ইতালি। পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে নিজ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রবার্তো ম্যানচিনির শিষ্যরা।

রোববার নিজেদের মাঠে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে ২৭তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন জর্জিনিয়ো। ডি-বক্সে আন্দ্রেয়া বেলোত্তি ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

খেলার নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা বেরার্দি। ইনসিনিয়ের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ইতালি এখন পর্যন্ত টানা ২১ ম্যাচে অপরাজিত। সর্বশেষ পর্তুগালের বিপক্ষে ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর হেরেছিল তারা।

এদিকে গ্রুপে পাঁচ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ইতালির পয়েন্ট ৯। গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৩-১ গোলে হারানো নেদারল্যান্ডস ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ১ পয়েন্ট কম নিয়ে তিনে পোল্যান্ড। বসনিয়ার ২ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।