ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

করোনা আক্রান্ত লুইস সুয়ারেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
করোনা আক্রান্ত লুইস সুয়ারেস

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লুইস সুয়ারেস। জাতীয় দল উরুগুয়ের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাওয়া এই তারকা ফরোয়ার্ডের সোমবার পরীক্ষা করানো হলে পজিটিভ আসে।

কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় উরুগুয়ে ও ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে বড় দুটি ম্যাচ মিস করবেন সুয়ারেস। আগামীকাল তার দেশ লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে লড়বে। আর ২২ নভেম্বর অ্যাতলেটিকো খেলবে বার্সেলোনার বিপক্ষে।

উরুগুয়ে এর আগে অ্যাতলেটিকোকে জানিয়েছিল তাদের মাতিয়াস ভিনা ছাড়া সবাই করোনা নেগেটিভ। তবে সোমবারের পরীক্ষার পর নিশ্চিত করা হলো নাম্বার নাইন পজিটিভ।

এদিকে সুয়ারেস এখন কোয়ারেন্টিনে থাকবেন। তবে বার্সার পর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লুকোমোতিভ মস্কোর বিপক্ষেও খেলা হবে না তার। এমনকি লিগের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষেও অনিশ্চিত তিনি।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।