ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কাভানি-পগবাদের গোলে শীর্ষে ম্যানইউ, জয়ের ধারায় ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
কাভানি-পগবাদের গোলে শীর্ষে ম্যানইউ, জয়ের ধারায় ম্যানসিটি কাভানি-পগবাদের গোলে শীর্ষে ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে লিগে টানা ষষ্ঠ ও সব প্রতিযোগিতা মিলে টানা নবম জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে অবশ্য শুরুতেই পিছিয়ে যায় ম্যানইউ। ম্যাচের ৫ মিনিটেই আদেমোলা লুকমানের গোলে লিড নেয় স্বাগতিক ফুলহাম। তবে খেলার ২১তম মিনিটে এডিনসন কাভানি ও দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে পল পগবার গোলে জয় নিশ্চিত করে রেড ডেভিলরা।

এদিকে রাতের আরেক ম্যাচে কঠিন দল অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রথমার্ধে অনেক চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি সিটি। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালে ৭৯তম মিনিটে বার্নার্দো সিলভার গোলে এগিয়ে যাওয়ার পর ৯০তম মিনিটে এলকায় গুনদোগানের গোলে জয় নিশ্চিত হয়।

লিগে ১৯ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে শীর্ষে ওঠা ইউনাইটেডের পয়েন্ট ৪০। এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ১৯ ম্যাচে সিটির সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে লেস্টার সিটি। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চারে আছে শিরোপাধারী লিভারপুল।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।