ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পুলিশের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল রহমতগঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
পুলিশের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল রহমতগঞ্জ ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ পুলিশ এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মধ্যকার প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।  

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৫তম মিনিটেই এগিয়ে যেতে পারত রহমতগঞ্জ।

কিন্তু দুই ডিফেন্ডারের ফাঁক গলে নেওয়া ক্রিস রেমির শট ফেরান গোলরক্ষক।

২৯তম মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল পুলিশ। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি বাল্লো ফামুসা। দ্বিতীয়ার্ধের শুরুতে কোত দি ভোয়ার ফরোয়ার্ড রেমির শট ক্রসবারে লেগে ফেরে। শেষদিকে ডি-বক্সে ফাঁকায় থাকা সানোয়ার হোসেন জাল খুঁজে নিতে ব্যর্থ হন।

এই নিয়ে পাঁচ ম্যাচে প্রথম ড্র করা পুলিশের পয়েন্ট হলো ৭। ছয় ম্যাচে দ্বিতীয় ড্র করা রহমগঞ্জের পয়েন্ট ৫। পয়েন্ট তালিকায় পুলিশের অবস্থান পঞ্চম স্থানে। আর রহমগঞ্জ আছে নবম স্থানে। ৫ ম্যাচের সবগুলো জিতে শীর্ষে আছে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।