ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বসুন্ধরা কিংসের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
বসুন্ধরা কিংসের দাপুটে জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে উড়ছে বসুন্ধরা কিংস। নিজেদের সপ্তম রাউন্ডের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে অস্কার ব্রুজোনের শিষ্যরা।

দলের হয়ে একটি করে গোল করেন রবিনহো, রাউল বেসেরা ও আলম সবুজ।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলতে নেমে প্রথম থেকে আধিপত্য বিস্তার করে খেলে বসুন্ধরা। যার ফল পেতেও সময় লাগেনি। খেলার ১০তম মিনিটেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহোর গোলে লিড পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরা। ফর্মে থাকা আর্জেন্টাইন স্ট্রাইকার বেসেরা গোলটি করেন। পরে দ্বিতীয়ার্ধে ৭৫তম মিনিটে আলম সবুজের গোলে জয় নিশ্চিত করে বসুন্ধরা কিংস।

এনিয়ে লিগে খেলা ৭টি ম্যাচই জিতে নিল বসুন্ধরা কিংস। যেখানে তাদের পয়েন্ট ২১। ৫ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে শেখ জামাল। আর ৬ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে আছে মুক্তিযোদ্ধা।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।