ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেষ মুহূর্তের গোলে হার এড়ালো চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
শেষ মুহূর্তের গোলে হার এড়ালো চট্টগ্রাম আবাহনী বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে চট্টগ্রাম আবাহনী। ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে চট্টগ্রাম আবাহনী। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে গোল দিয়ে উত্তর বারিধারার বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে দলটি।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ৪০তম মিনিটে এগিয়ে যায়। মোনায়েম খান রাজুর ফ্রি কিক থেকে হেডে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মে।

তবে বিরতির পর ম্যাচের ফিরতে সময় নেয়নি উত্তর বারিধারা। ৫৭তম মিনিটে সুজন বিশ্বাসের ছোট পাস ধরে ডি-বক্সের ভেতরে থাকা আরিফ হোসেন নিজে শট না নিয়ে ডান দিকে ফাঁকায় থাকা সুমন রেজাকে বাড়ান। সেখান থেকেই অনায়াসে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

প্রথমে পিছিয়ে পড়া উত্তর বারিধারা ৭৪তম মিনিটে লিড নেয়। মনির আলমের ভুল পাস থেকে বল পেয়ে আরিফ ডান দিকে আক্রমণে উঠে উজবেকিস্তানের ডিফেন্ডার পুলাতোভ শুকুর আলিকে কাটিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন।

হারের শঙ্কায় থাকা চট্টগ্রাম আবাহনী দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্বস্তির গোল পায়। চিনেডু ম্যাথিউয়ের বাড়ানো বল ধরে কাওসার আলি রাব্বীর প্রথম শট গোলরক্ষক ফেরালেও শেষ রক্ষা হয়নি। ফিরতি শটে ঠিকই লক্ষ্যভেদ করেন তিনি।

লিগে সাত ম্যাচে দ্বিতীয় ড্র করা চট্টগ্রাম আবাহনীর ৮ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে। ছয় ম্যাচে তৃতীয় ড্র করা উত্তর বারিধারার ৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দশে। টানা সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।