ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ইতালিয়ান ক্লাবে যোগ দিলেন দ্রগবার ছেলে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
ইতালিয়ান ক্লাবে যোগ দিলেন দ্রগবার ছেলে নতুন ক্লাবের জার্সিতে আইজ্যাক দ্রগবা

চেলসি ও আইভরি কোস্টের সাবেক ফরোয়ার্ড দিদিয়ের দ্রগবার ছেলে আইজ্যাক দ্রগবা চুক্তি করেছেন ইতালির চতুর্থ বিভাগের দল ফোলগোর কারাতেসের সঙ্গে।

২০ বছর বয়সী আইজ্যাক এর আগে চেলসির যুবদল এবং ফরাসি ক্লাব গ্যাঁগো’র অনূর্ধ্ব-১৯ ও বি-দলের হয়ে খেলেছেন।

তার বাবা দিদিয়েরও আরেক ফরাসি ক্লাব মার্শেইতে যোগ দেওয়ার আগে খেলেছেন গ্যাঁগোর জার্সিতে। এক বছর পর চেলসিতে যোগ দেন তিনি। ব্লুজদের হয়ে চারটি প্রিমিয়ার লিগ, চারটি এফএ কাপ এবং একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন দিদিয়ের।  

‘দ্য আফ্রিকান কিং’ হিসেবে পরিচিত দ্রগবা টার্কিশ ক্লাব গ্যালাতাসারাইয়ের হয়েও শিরোপা জিতেছেন। আইভরি কোস্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পেশাদারি ফুটবলকে বিদায় জানান ২০১৮ সালে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।