ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শেখ জামাল-আবাহনী রোমাঞ্চকর ড্র

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
শেখ জামাল-আবাহনী রোমাঞ্চকর ড্র ছবি: শোয়েব মিথুন

দুইবার পিছিয়ে পড়েও ঢাকা আবাহনীর বিপক্ষে ড্র তুলে নিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।  

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-২ গোলে ড্র হয় দুই সাবেক চ্যাম্পিয়নের ম্যাচটি।

শুরু থেকে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণের পসরা সাজিয়ে বসে। ত্রয়োদশ মিনিটেই এগিয়ে যায় আবাহনী। রায়হান হাসানের থ্রো ইনের পর ডি-বক্সের বাইরে বল পেয়ে সাইড ভলিতে জাল খুঁজে পেতে চেয়েছিলেন সোহেল রানা। কিন্তু বল বাইরে বেরিয়ে যাওয়ার আগে পা ছুঁয়ে জালে জড়িয়ে দেন হাইতির ফরোয়ার্ড কেরভেন্স বেলফোর্ট।

১৯তম মিনিটে সমতায় ফেরে শেখ জামাল। লিগে টানা পাঁচ জয়ের স্বাদ পাওয়া দলটির উজবেক মিডফিল্ডার ভালিজনোভ ওতাবেকের পাস ধরে নিখুঁত শটে গোলরক্ষক শহিদুল ইসলামকে পরাস্ত করেন গাম্বিয়ান ফরোয়ার্ড সুলাইমান সিল্লাহ।  

৩৭তম মিনিটে খেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বল দখলের লড়াইয়ে রায়হান পড়ে যাওয়ার পর শেখ জামালের সলোমন কিং তার গায়ে বল মেরে বসেন। দুই দলের খেলোয়াড়রাই এরপর বিবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে জুয়েল রানার সঙ্গে ধাক্কাধাকি হয় সলোমনের। পরে দুইজনকেই লাল কার্ড দেখান রেফারি।

১০ জন করে খেলোয়াড় নিয়ে দ্বিতীয়ার্ধের খেলার শুরুর পর ফের এগিয়ে যায় আবাহনী। বাঁ দিক থেকে রায়হানের ক্রসে ডাইভিং হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগেজ দি সৌজা ফিলহো। ৭১তম মিনিটে সমতায় ফেরে শেখ জামাল। গাম্বিয়ান ফরোয়ার্ড মাসিহ সাইঘানির পাস ধরে নিখুঁত শটে গোল করেন ওমর জোবে।

এই ড্রয়ের পরও ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল। এক ম্যাচ বেশি খেলা আবাহনী ১৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। আর এখন পর্যন্ত ৭ ম্যাচের সবগুলোতেই জিতে শীর্ষে আছে বসুন্ধরা কিংস।  

দিনের অন্য ম্যাচে কুমিল্লার শহীর ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জয় পাওয়া মোহামেডান ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আছে ছয়ে। এক ম্যাচ কম খেলা পুলিশ ৭ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।