ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

১০৯ বছর আগের রেকর্ড স্পর্শ করলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
১০৯ বছর আগের রেকর্ড স্পর্শ করলো ম্যানইউ ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ক্রমেই অজেয় হয়ে উঠছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে এফএ কাপের সর্বশেষ ৯ ম্যাচেই জয়ের দেখা পেয়েছে রেড ডেভিলরা

মঙ্গলবার রাতে এফএ কাপের কোয়ার্টার ফাইনালের উঠার লড়াইয়ে ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে হারিয়েছে ইউনাইটেড।

এই জয়ে ১০৯ বছরের এক রেকর্ডে ভাগ বসিয়েছে দলটি। ১৯০৮ থেকে ১৯১২ সালের মধ্যে ঘরের মাঠে টানা ৯টি এফএ কাপের ম্যাচে অপরাজিত ছিল ইউনাইটেড। অর্থাৎ নিজেদের গড়া রেকর্ডই স্পর্শ করল তারা।

ওয়েস্ট হ্যামের বিপক্ষে ইউনাইডের জয়সূচক গোল পেতে অপেক্ষায় থাকতে হয় ৯৭ মিনিট পর্যন্ত। এর আগে পুরোটা সময় সফরকারীদের চাপে রাখে স্বাগতিকরা। তবে ফিনিশিংয়ের অভাবে এগিয়ে যেতে পারছিল না ওলে গানার সুলশারের দল। তবে অতিরিক্ত সময়ে স্বস্তি এনে দেন স্কট ম্যাকটমিনে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।