ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

তোরেসের জোড়া গোলে আবাহনীর বড় জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
তোরেসের জোড়া গোলে আবাহনীর বড় জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দাপুটে জয় পেয়েছে আবাহনী লিমিটেড ঢাকা। ফ্রান্সিসকো তোরেসের জোড়া গোলে আরামবাগকে ৪-০ ব্যবধানে হারিয়েছে মারিও লেমোসের শিষ্যরা।

 

শনিবার (১৩ ফেব্রুয়ারি) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ডিফেন্ডার রায়হান হাসানের পাস থেকে ৩১তম মিনিটে আবাহনীকে এগিয়ে দেন তোরেস। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে ব্যবধানটা দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এবারও বলটির জোগানদাতা হাসান।  

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে চেষ্টা করে আরামবাগ। তবে ৬১তম মিনিটে আবাহনীর তৃতীয় গোল করেন সাইঘানি। শেষদিকে চতুর্থগোল হজম করে বসে আরামবাগ। ৮৭তম মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন ব্রাডি স্মিথ।  

এই জয়ে চলতি মৌসুমের পয়েন্ট তালিকার তিনে ওঠে এসেছে আবাহনী। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। ১৭ পয়েন্ট নিয়ে তিনে থাকা শেখ জামালের সঙ্গে গোলশূন্য ড্র করেও ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।