ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

চেলসিকে জিতিয়ে চারে তুললেন জিরুদ-ভার্নার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
চেলসিকে জিতিয়ে চারে তুললেন জিরুদ-ভার্নার

ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইডেটকে ২-০ গোলের সহজ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এলো চেলসি। আর দলের এই জয়ে একটি করে গোল করেন অলিভার জিরুদ ও টিমো ভার্নার।

সোমবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে আক্রমণাত্মক শুরু করে চেলসি। যেখানে চোট পেয়ে ট্যামি আব্রাহামের বদলি নেমে জিরুদ ৩১তম মিনিটে দলকে এগিয়ে দেন। ভার্নারের ক্রস গোলরক্ষক ফেরানোর পর ছয় গজ বক্সের সামনে থেকে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড।

৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় ব্লুজদের। আগের গোলে সহায়তা করা ভার্নার কর্নারে জটলার মধ্যে বল পেয়ে কাছ থেকে জালে পাঠান।  

লিগে ২৪ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে চেলসির পয়েন্ট হলো ৪২। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে নিউক্যাসল। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচে সমান ৪৬ করে পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে ও লেস্টার সিটি তিন নম্বরে আছে।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।