ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ক্যান্সারের কাছে অবশেষে হার মানলেন আইভরিয়ান ফুটবলার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
ক্যান্সারের কাছে অবশেষে হার মানলেন আইভরিয়ান ফুটবলার

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানলেন ইতালিয়ান ক্লাব আতালান্তার তরুণ তারকা উইলি তা বি। মাত্র ২১ বছর বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন এই আইভরি কোস্ট মিডফিল্ডার।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) উইলির মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে তার ক্লাব আতালান্তা। নিজেদের তারকার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে সিরি’আ লিগের ক্লাবটি।

আতালান্তার হয়ে ২০১৯ সালে ইতালির যুব ক্লাব ফুটবল লিগের আসর প্রিমাভেরা শিরোপা জেতেন উইলি। একই বছরের জানুয়ারিতে তার ইন্টার মিলানের হয়ে খেলার স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ক্যান্সার। ডায়াগনোসিসে জানা যায়, তার লিভারে আক্রমণ করেছে এক টিউমার।

উইলি আইভরি কোস্টের যুব দলের হয়েও খেলেছেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।