ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সিলভা-জেসুসের গোলে জিতলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
সিলভা-জেসুসের গোলে জিতলো ম্যানসিটি

বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে শেষ আটের পথে এক পা দিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে পেপ গার্দিওলার দলের এটি টানা ১৯তম জয়।

বুদাপেস্টে বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ২-০ গোলে জিতেছে ম্যানসিটি। ইংলিশ জায়ান্টদের হয়ে গোল পেয়েছেন বার্নান্দো সিলভা ও গ্যাব্রিয়েল জেসুস।

জার্মান প্রতিপক্ষের বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত স্পষ্ট আধিপত্য দেখিয়েছে সিটিজেনরা। গোল পেতেও খুব বেশি অপেক্ষায় থাকতে হয়নি। ২৯তম মিনিটে হুয়াও কানসেলোর দারুণ ক্রসে হেড করে বল জালে জড়িয়ে দেন সিলভা।

এরপর ৬৫তম মিনিটে সিলভা ও কানসেলোর যুগলবন্দী থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার জেসুস। ৪৩ বছর পর এই প্রতিযোগিতায় খেলতে আসা মনশেনগ্লাডবাখ এই দুই গোলের কোনো জবাব দিতে পারেনি।

আগামী ১৬ মার্চ সিটির মাঠে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।