ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইতালি-জার্মানি-ইংল্যান্ডের জয়, লেভার জোড়া গোল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
ইতালি-জার্মানি-ইংল্যান্ডের জয়, লেভার জোড়া গোল গোল করার পথে কেন

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপে জয় পেয়েছে সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ইতালি ও জার্মানি। অন্যদিকে বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভানডভস্কির জোড়া গোলে জয় পেয়েছে পোল্যান্ড।

 

এই নিয়ে ক্লাব ও দেশের জার্সিতে টানা ১০ ম্যাচে গোল পেলেন পোলিশ স্ট্রাইকার। তার দুর্দান্ত পারফর্ম্যান্সে ‘আই’ গ্রুপে বিশ্বকাপ বাছাইপর্বে অ্যান্ডোরার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে পোল্যান্ড। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।  

একই গ্রুপে হ্যারি কেন ও ম্যাসন মাউন্টের গোলে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আছে পোল্যান্ডের ওপরে।  

টানা দ্বিতীয় জয় পেয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। সের্গে নাব্রির একমাত্র গোলে রোমানিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে জোয়াকিম লো’র দল। ‘জে’ গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মানি। এর আগের ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছিল জার্মানরা।  

জয় পেয়েছে চারবারের আরেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালিও। বেলোত্তি ও লোকাতেল্লির গোলে বুলগেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে আজ্জুরিরা। ‘সি’ গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি।  

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।