ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

বেলজিয়ামের ৮, নেদারল্যান্ডসের ৭ গোলের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
বেলজিয়ামের ৮, নেদারল্যান্ডসের ৭ গোলের জয়

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে দু’টি গোলবন্যার ম্যাচ উপহার দিয়েছে দুই ইউরোপ পরাশক্তি। যার মধ্যে বেলজিয়াম ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বেলারুশকে এবং নেদারল্যান্ডস ৭-০ গোলে বিধ্বস্ত করেছে জিব্রাল্টারকে।

 

বেলজিয়ামের হয়ে প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পেয়েছেন ব্রাইটনের লিয়ান্দ্রো ট্রোসার্ড এবং লেস্টার সিটির ড্যানিস প্রায়েত। দলের হয়ে প্রথম গোল করেন মিচি বাতসুয়ি। এরপর হ্যান্স ভানাকানের ভলিতে ব্যবধান ২-০ করে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়াম।  

প্রথমার্ধ শেষ হওয়ার আগে জেরেমি ডকু ব্যবধানটা ৪-০ করেন। এর আগে ২২ গজ দূর থেকে শটে আন্তর্জাতিক গোলের খাতা খুলেন ট্রোসার্ড। পঞ্চম গোলটি করেন প্রায়েত। শেষ গোলটি করেছেন ক্রিস্টিয়ান বেনেতেকে। তার আগে জোড়া গোল পূর্ণ করেন ট্রোসার্ড ও ভানাকেন।

এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে শীর্ষে ওঠলো বেলজিয়াম।  

জিব্রাল্টারের বিপক্ষে নেদারল্যান্ডস প্রথমার্ধে তেমন সুবিধা করতে পারেনি। ৪১তম মিনিটে বারগুইসের গোলে বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধেই জ্বলে ওঠে ডাচরা। জোড়া গোল করেন মেমফিস ডিপে। একটি করে গোল করেছেন লুক ডি ইয়ং, জিওর্জিনো ভিজনালদাম এবং বদলি হিসেবে নামা ডোনিল মালেন ও ডোনি ফন ডি ভিক।  

ফ্রাঙ্ক ডি বোরের দল তুরস্কের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে ‘জি’ গ্রুপে আছে দ্বিতীয় স্থানে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।