ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষের জালে বসুন্ধরা কিংস নারীদের ১৪ গোল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষের জালে বসুন্ধরা কিংস নারীদের ১৪ গোল বসুন্ধরা কিংসের কৃষ্ণা রানী সরকার একাই ৭ গোল করেছেন। ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ নারী ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বসুন্ধরা কিংস। সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাবকে ১৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কিংসের নারীরা।

আর এই জয়ে বসুন্ধরা কিংসের কৃষ্ণা রানী সরকার একাই ৭ গোল করেছেন।

বুধবার (৩১ মার্চ) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলতে নামে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। যেখানে কৃষ্ণা ম্যাচের ২, ২৩, ৫০, ৫৩, ৬৩, ৮২ ও ৮৯তম মিনিটে নিজের গোলগুলো করেন।

এছাড়া বসুন্ধরা কিংসের শিউলি করেছেন ৩টি গোল। আর স্বপ্না দুটি ও সাবিনা একটি করে গোল করেছেন। সদ্যপুস্করিনীর হয়ে খেলার ৪৮ মিনিটে একমাত্র গোলটি করেন তনিমা বিশ্বাস।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।