ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

ইতালির টানা তৃতীয় জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
ইতালির টানা তৃতীয় জয়

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে টানা তৃতীয় জয় পেয়েছে ইতালি। এবার লিথুনিয়াকে ২-০ গোলে হারিয়েছে রবার্তো ম্যানচিনির শিষ্যরা।

বুধবার প্রতিপক্ষের মাঠে ‘সি’ গ্রুপের ম্যাচে খেলতে নামে ইতালি। যেখানে খেলার ৪৭ মিনিটে স্তেফানো সেনসির গোলে লিড নেয় চারবারের বিশ্বকাপজয়ীরা। পরে ম্যাচের নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে সিরো ইম্মোবিলে আরও একটি গোল করেন।

এই গ্রুপে তিন ম্যাচের তিনটি জিতে শীর্ষেই রয়েছে ইতালি। আর দুটি ম্যাচ খেলে সবকটিতে হেরে তলানিতে লিথুনিয়া।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।