ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

জয়ের ধারায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
জয়ের ধারায় ইংল্যান্ড

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এর ফলে ‘আই’ গ্রুপে গ্যারেথ সাউথগেটের দল শীর্ষেই রয়েছে।

বুধবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ১৯তম মিনিটে স্পট কিকে স্বাগতিকদের এগিয়ে নেন হ্যারি কেইন। বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়া রাহিম স্টার্লিং ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

তবে ৫৮তম মিনিটে ডিফেন্ডার জন স্টোনসের ভুলে গোল হজম করে ইংল্যান্ড। গোলরক্ষক নিক পোপের পাস পেয়ে ক্লিয়ার করতে বেশ কিছুটা সময় নেন তিনি, ইয়াকুম মোদেরের ট্যাকলে হারিয়ে ফেলেন বলের নিয়ন্ত্রণ। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে ছয় গজ বক্সের কোণা থেকে জোরালো শটে সমতা ফেরান মোদের।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেন হ্যারি ম্যাগুইয়ার। কর্নারে তার হেডে ছয় গজ বক্সের সামনে বল পান ম্যাগুইয়ার। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডারের ডান পায়ের জোরালো শট গোলরক্ষকের হাত ছুঁয়ে জাল খুঁজে নেয়। উচ্ছ্বাসে মাতে স্বাগতিকরা।

গ্রুপে তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে পোল্যান্ড চারে আছে।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।