ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সেভিয়ার বিপক্ষে অ্যাতলেটিকোর হার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
সেভিয়ার বিপক্ষে অ্যাতলেটিকোর হার

আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই হেরেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। লা লিগায় দিয়েগো সিমিওনের শিষ্যদের ১-০ গোলে হারিয়েছে সেভিয়া।

 

সেভিয়ার মাঠে ম্যাচের শুরুতে গোল হজম করতে বসেছিল অ্যাতলেটিকো। ইভান রাকিতিচকে ফাউল করে বসেন সাউল নিগুয়েজ। কিন্তু পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি সেভিয়া। ৮ম মিনিটে লুকাস ওকাম্পোসের স্পট-কিক রুখে দেন গোলরক্ষক ইয়ান ওবলাক।  

সেভিয়া তাদের একমাত্র গোলের দেখা পায় ৭০তম মিনিটে। সাবেক ম্যানচেস্টার সিটি তারকা জেসুস নাভাসের ক্রস থেকে হেডে অ্যাতলেটিকোর জাল খুঁজে নেন ‘আনমার্কড’ অবস্থায় থাকা আর্জেন্টাইন ডিফেন্ডার অ্যাকুনা।  

এই হারেও পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাতলেটিকো। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। ২০১৪ সালের পর প্রথমবারের মতো শিরোপা দৌড়ে আছে রোহি ব্লাঙ্কোসরা। লিগে তাদের হাতে আছে আর ৯ ম্যাচ। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চারে সেভিয়া।  

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।