ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

সালাহ-আর্নল্ডের গোলে লিভারপুলের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
সালাহ-আর্নল্ডের গোলে লিভারপুলের রোমাঞ্চকর জয়

ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের যোগ করা সময়ের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় তুলে নিয়েছে লিভারপুল। ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে খেললেও অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়ে ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতে মোহামেদ সালাহ ও শেষদিকের ঝলকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা।

শনিবার (১০ এপ্রিল) ঘরের মাঠ অ্যানফিল্ডে ২-১ গোলে জিতেছে লিভারপুল।

ম্যাচের ৪৩ মিনিটে অলি ওয়াটকিনসের গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধে ৫৭তম মিনিটে সালাহ’র গোলে স্বস্তি ফিরে পায় স্বাগতিকরা। আর যোগ করা প্রথম মিনিটে আর্নল্ড দারুণ এক গোল দিয়ে লিভারপুলের জয় নিশ্চিত করেন।

এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ চারে ফিরেছে লিভারপুলের। ৩১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থস্থানে রয়েছে অলরেডরা। আর ৩০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দশমস্থানে অ্যাস্টন ভিলা। ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।