ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

লিগ কাপের রেকর্ড শিরোপা জিতল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
লিগ কাপের রেকর্ড শিরোপা জিতল ম্যানসিটি

টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপে রেকর্ড টানা ৪বার শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে খেলার শেষ দিকে এমেরিক লাপোর্ত গোল করে পেপ গার্দিওলার শিষ্যদের চ্যাম্পিয়ন করান।

রোববার লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে স্থানীয় সময় বিকেলের মুখোমুখি হয় দু’দল।

লিভারপুলের সমান টানা চারবার লিগ কাপের শিরোপা জিতে রেকর্ড স্পর্শ করল ম্যানসিটি। ১৯৮১ থেকে ১৯৮৪ পর্যন্ত টানা চারবার এই ট্রফির স্বাদ পেয়েছিল অলরেডরা। অন্যদিকে প্রতিযোগিতার সবচেয়ে বেশি আট শিরোপা জয়ের রেকর্ডেও লিভারপুলের পাশে বসলো সিটি।

এদিন খেলার ৮২তম মিনিটে জয়সূচক গোলটি করেন লাপোর্ত। বাঁ দিক থেকে কেভিন ডে ব্রুইনের ফ্রি কিকে লাফিয়ে হেডে জাল খুঁজে নেন এই ফরাসি ডিফেন্ডার। উল্লাসে মাতে সিটি।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।