ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আবাহনীকে রুখে দিল পুলিশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
আবাহনীকে রুখে দিল পুলিশ ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেক রাঙালেন কোত দি ভোয়ার ক্রিস্তিয়ানো কোয়াকো। বেলজিয়ামের বিখ্যাত দল অ্যান্ডারলেখটের একাডেমিতে বেড়ে ওঠা এই ফরোয়ার্ডের জোড়া গোলে ভর করে ঢাকা আবাহনীকে রুখে দিল পুলিশ এফসি।

করোনা মহামারির দ্বিতীয় ঢেউ শুরুর প্রায় দুই মাস পর আজ শুক্রবার (৩০ এপ্রিল) মাঠে ফিরেছে প্রিমিয়ার লিগ ফুটবল। আর ফেরার দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি ২-২ ড্র হয়েছে।

ম্যাচের শুরু থেকে বেশকিছু আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আবাহনী। পাল্টা আক্রমণে উঠে আসছিল পুলিশ এফসিও। অবশেষে ৩৪তম মিনিটে রাফায়েল অকাস্তোর কাটব্যাকে বল পেয়ে ডি-বক্সের ফাঁকায় থাকা জুয়েল রানা দারুণ শটে আবাহনীকে এগিয়ে দেন।

৪১তম মিনিটে সমতায় ফেরে পুলিশ এফসি। কোত দি ভোয়ার ফেদেরিকো পোডার হেড পাস বুক দিয়ে ঠেলে একটু এগিয়ে নিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন কোয়াকো। এক মিনিট পরেই সতীর্থের ক্রস কেরভেন্স ফিলস বেলফোর্ট হেডে নামিয়ে দেওয়ার পর পায়ের আলতো টোকায় আবাহনীকে এগিয়ে দেন নাইজেরিয়ার ফরোয়ার্ড সানডে চিজোবা।

৬০তম মিনিটে ফের সমতায় ফেরে পুলিশ এফসি। ডি-বক্সে ভেতরে চার ডিফেন্ডারের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন কোয়াকো। এরপর দুই দল একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। এর মধ্যে ৭১তম মিনিটে আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানির বাঁকানো ফ্রি কিক পোস্টে লেগে ফিরে।  

এই নিয়ে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট হলো পুলিশ এফসির। আবাহনী ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আর দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া বসুন্ধরা কিংস ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।